ঢাকা-সিলেট মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল-প্লাজা এলাকায় ঐ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি যাত্রী নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের মৃত. আবুল মিয়ার স্ত্রী লুৎফা চৌধুরী ওরফে বকুল বেগম (৫৫), একই পরিবারের কচি মিয়ার পুত্র ইয়াহিয়া আহমেদ জাবেদ (৩০),উপজেলার দৌলতপুর গ্রামের কাচা মিয়ার পুত্র সিএনজি চালক আঃ রব্বান মিয়া (৫০)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিলেটগামী মিতালী পরিবহনের (ঢাকা মেট্টো ব: ১৫-৭৪৮৯) এর অজ্ঞাতনামা চালাক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার পথিমধ্যে বিপরীতগামী একটি সিএনজি (হবিগঞ্জ থ: ১১-০০৬) এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে গেলে সিএনজিতে থাকা যাত্রী লুৎফা বেগম চৌধুরী ঘটনাস্থলে মারা যান।
তাৎক্ষণিক সিএনজি চালক আঃ রব্বান মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে মারা যায়। এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইয়াহিয়া আহমেদ জাবেদ-কে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পরপর দূর্ঘটনাকারী বাস চালক দ্রুত ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাস-সিএনজিটি থানা হেফাজতে রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com