ইকবাল হোসেন (নাফি)
বিশেষ প্রতিনিধি,মানবকল্যাণঃ
বর্তমান সমাজের লোলুপদৃষ্টি যেখানে আজ অর্থের দিকে, যেখানে মানুষ টাকার জন্য সব করে। নিজের জন্য সব কিছু করে। অন্যদের নিয়ে ভাবার মতো মানুষ এই সমাজে খুব একটা নেই বললেই চলে। সেখানে এক ব্যতিক্রমধর্মী ব্যক্তিত্ব হলেন সিদ্দিকী মহসীন পাটওয়ারী । তিনি চাঁদপুর জেলার সদর উপজেলার মান্দারী গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ব্যস্ত নগরী ঢাকায় বসবাস করছেন।
২০১৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়ই তিনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করছেন। নিরলসভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
বর্তমানে তিনি ‘মানবিক বন্ধুসংঘ’ নামক একটি সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ‘মানবিক বন্ধুসংঘ’ নিয়ে তিনি বলেন, “আমার জীবনে জানুয়ারীর ২ এবং ৩ তারিখ অনেক মর্ম বহন করে। তাই কিছু না কিছু করার চেষ্টা করি এই দিনগুলিতে।তার কারন হলো চোখের পলকে বা দেখতে দেখতেই কতকিছুই হারিয়ে যায় ছোট্ট এই জীবনটা থেকে। এই সংক্ষিপ্ত জীবনে ভালো কাজ করার সুযোগ আর ইচ্ছা কমই ধরা দেয় আমাদের মাঝে।”
তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের সহ প্রতিষ্ঠাতা’ এবং বর্তমানে তিনি ‘I School Bangladesh’ এর সিইও এবং প্রতিষ্ঠাতা।
পথশিশুদের নিয়েও কাজ করে গেছেন নিরলসভাবে। পথশিশুদের জন্য প্রতিষ্ঠা করেন ‘এডু বাংলা’ স্কুল। যেখানে বিনামূল্যে শিশুদের বই বিতরণ ও পাঠদান করানো হয়।
বর্তমানে তিনি ‘I Education’ এর সিইও এবং প্রতিষ্ঠাতা। সাধারণ ও হতদরিদ্র শিক্ষার্থীদের কথা ভেবে তিনি এটি প্রতিষ্ঠা করেন। ‘I Education’ সম্পর্কে তিনি বলেন, “গতবছর করোনাকালীন সংকটে প্রায় ২০,০০০ শিক্ষার্থীকে ‘I Education’ এর মাধ্যমে পড়ানোর সুযোগ পেয়েছি আমরা একঝাঁক পাবলিকিয়ান। অনেক পরিশ্রম করতে হয়েছে ঐ জার্নিতে। আর এই কাজ করতে গিয়ে অনেকের চক্ষুশূলও হয়েছিলাম আমরা । তারপরেও তখন আমরা থেমে যাইনি চালিয়ে নিয়েছিলাম আমাদের কার্যক্রম। অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন নাম লিখিয়েছে একজন পাবলিকিয়ান হিসেবে।ভালো লাগে যখন সেসব শিক্ষার্থীরা বলে ভাইয়া আমরা আপনাদের অনলাইনের স্টুডেন্ট ছিলাম। তখন গর্বে বুকটা ভরে যায়।”
তিনি তার ফেসবুক পেজ,ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল মিলিয়ে প্রায় লক্ষ্যাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে ক্লাস নিচ্ছেন।
এই যুগে এসে তার মতো উদার মনের অধিকারী এমন মহান ব্যক্তিত্ব খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। তাই তাকে এ যুগের মহানায়ক বলাই যায়।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com