নড়াইল জেলা প্রতিনিধি।
সেভ দ্যা চিল্ড্রেন এর সহযোগিতায় সম্পন্ন হলো ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) নড়াইল জেলা শাখার দুইদিন ব্যাপি কর্মশালা। উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয় ২৯ ও ৩০ আগস্ট । কর্মশালায় শিশু অধিকার, শিশু অধিকার সনদ, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, এডভোকেসি, জীবন দক্ষতা, সেভ গার্ডিং, অনলাইন ও অফলাইন ক্যাম্পেইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কমিটির ১১ জন কার্যনির্বাহ সদস্যসহ দুইজন বিশেষ সদস্য৷ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সেভ দ্যা চিল্ড্রেন ও এনসিটিএফ এর জেলা ভলেন্টিয়ার শেখ নাজমুস সাকিব সিয়াম৷
এনসিটিএফ হলো জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করা সংগঠন৷ যেটি সম্পূর্ণ পরিচালিত হয় হয় শিশুদের দ্বারা। এনসিটিএফ এর সদস্যরা বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান মনিটরিং এর মাধ্যমে জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করে যায়। বর্তমানে দেশের ৬৪ জেলায় এনসিটিএফ এর কার্যক্রম চলমান।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com