মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার সোনারবাংলা আদর্শ ক্লাবের উদ্দ্যেগে বিশিষ্ঠ জনের সম্মানের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত।
১৬ ই এপ্লিল রোজ শনিবার বিকাল ৫ টায় স্হানীয় আলমাহবুব কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
ক্লাবের সভাপতি রিপন মিয়া সভাপতিত্বে সহ-সভাপতি সাম্মু চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন-আব্দুল হক সেফুল- সাবেক চেয়ারম্যান ০২ নং মনুমুখ ইউনিয়ন, শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোসাহিদ কামাল,গাজী আবেদ-সাধারণ সম্পাদক একতা ক্লাব, সাবেক মেম্মার খালিছুর রহমান,
মিজানুর রহমান-সভাপতি বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা ।
এছারা উপস্থিত ছিলেন সোনার বাংলা আদর্শ ক্লাবের সহ-সভাপতি জায়েদ আহমেদ , মুনাইম আহমেদ, সাধারন সম্পাদক তোফায়েল মিয়া, সহ সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক পবলু আহমেদ , অর্থ সম্পাদক তারেক আহমেদ নাজমুল আহমেদ, বাবুল আহমেদ, সৌরভ আহমেদ, তোফাজ্জল হোসেন, সাইফুজ্জামান, রবিউল ইসলাম সজীব, সাদত ইসলাম,সিতার আহমেদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com