নীলফামারী ডিমলা উপজেলাধীন টেপাখড়িবাড়ী ইউনিয়ন মসজিদ পাড়ায় জামায়াত ইসলামী ডিমলা উপজেলা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
গত বছর সেপ্টেম্বর মাসে টেপাখড়িবাড়ি ইউনিয়নধীন স্বপন বাধটি ভেঙে যায় এতে শতাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়ে।
গতবছর বাঁধটি নির্মাণ না করায় এ বছরও অল্প বৃষ্টিতেই পানিবন্দি হয়ে পড়ে স্বপনবাধ এলাকার বাসিন্দারা
উক্ত এলাকায় ত্রাণ বিতরণ করেন জামায়াতি ইসলামী ডিমলা উপজেলা ত্রাণ সামগ্রী হিসাবে প্রতি প্যাকেটে চাল,ডাল,আলু গুড়, মুড়ি,চিরা তৈল, (সরিষা, সয়াবিন)স্যালাইন প্রভুতি দেয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হালিম
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুর রশীদ
আমীর নীলফামারী জেলা
মাওলানা আব্দুস সাত্তার
সেক্রেটারি নীলফামারী জেলা
মাওলানা মহিউর রহমান
আমীর ডিমলা উপজেলা
আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান সাবেক ভাইস চেয়ারম্যান ডিমলা উপজেলা
কাজী রোকনুজ্জামান বকুল আমীর গয়াবাড়ি ইউনিয়ন, আফসার আলী আমীর টেপাখড়িবাড়ি ইউনিয়ন,শিবির সভাপতি তারাজুল ইসলাম ডিমলা উপজেলা এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দু
প্রধান অথিতি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় বাংলাদেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকে, যেখানেই মানুষ বিপদে সেখানেই জামায়াতের নেতৃবৃন্দ ছুটে যায় তিনি আরো বলেন আমরা আপনাদের কাছে যেমন এসেছি তেমনি ভাবে বাংলাদেশের সকল জায়গা বিশেষ করে সিলেট সুনামগঞ্জে আমরা মানুষের পাশে যাচ্ছি সাহার্য করতেছি। আমরা সর্বদাই বাংলার মানুষের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
পরিশেষে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com