নড়াইলের কালিয়ায় বালু বোঝাই ট্রলিগাড়ির ধাক্কায় আসিফ মিনা নামে মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। আজ (২৫ জুন) শনিবার সকালে খড়রিয়া- নওয়াপাড়া সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আসিফ কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের হিরু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও স্বজনসূত্রে জানা গেছে, আসিফ উপজেলার খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র৷ আজ শনিবার সকাল আনুমানিক ৯ টার সময় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা হয়। এরপর রাস্তায় মোল্যা বাড়ি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে মারাত্মকভাবে সে আহত হয়। সে অবস্থায় তাকে আশেপাশের লোকজন চিকিৎসার জন্য খুলনার নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সূত্রে আরো জানতে পারি, এ ধরনের ট্রলি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রযেছে তারপরে সবকিছু অমান্য করে তারা চালিয়ে যাচ্ছে এ নিয়ে এ পর্যন্ত এ ধরণের গাড়িতে ৩ জন নিহত হয়েছে বলে জানতে পারি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ট্রলিটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com