উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়নের ময়মনসিংহ-হালুয়াঘাট হাইওয়ে রোডের রূপচন্দ্রপুর নামক স্থানে বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটায় এই দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ময়মনসিংহ–হালুয়াঘাট হাইওয়ের ব্যস্ততম রাস্তায় পারাপারের সময় অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হ্যাপী আক্তার(৩৮) এবং তাঁর কোলে থাকা ৩ বছরের শিশু কন্যা রেহেনা আক্তারের মৃত্যু হয়।
ঘটনার সময় কাছাকাছি কোন প্রত্যক্ষদর্শী না থাকায় গাড়িটি সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেনি কেহ।কেউ কেউ বলছেন এটি তারাকান্দাগামী একটি ট্রাক ছিলো। আবার কেউ বলছেন এটি একটি প্রাইভেটকার।
এই রিপোর্ট লেখার সময় নিহতদের মরদেহ রাস্তার পাশে তাদের বাড়িতে নিয়ে যায় আত্নীয়স্বজনরা।তারাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিলো।ঘাতক যানটি এবং এর চালককে আটক করা সম্ভব হয়নি।
মা মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com