ময়মনসিংহের তারাকান্দায় ৮ কোটি টাকা মূল্যের কথিত সাপের বিষ কেনাবেচা করার সময় ৫ কারবারিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র্যাব -১৪ এর একটি চৌকস টিম।
গ্রেফতার করা কথিত কোবরা সাপের বিষের কারবারিরা হলেন,উপজেলার বাদরাকান্দা গ্রামের মৃত আঃ কাদের ভূইয়ার পুত্র মোঃ খুরশিদ আলম ভূইয়া(৪৫),বালকি নালপাড়া গ্রামের মৃত আঃমজিদের পুত্র মোঃ আঃগফুর(৬১),হরিয়াতলা গ্রামের আহাম্মদ আলীর পুত্র মোঃসিরাজুল ইসলাম(৫০),রাজদারিকেল গ্রামের রফিক মিয়ার পুত্র তরিকুল ইসলাম(১৯)এবং টেংগুলিয়াকান্দা গ্রামের আঃ রশিদের পুত্র রউফ মিয়া(৩৫)।
ঘটনার সত্যতা স্বীকার করে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ২৪ এপ্রিল রবিবার রাতে র্যাব কর্মকর্তা ভিজেও ৬১৫৯৯৩ মোঃ ছানোয়ার (ওয়ারেন্ট অফিসার )এই মর্মে থানায় এজাহার দায়ের করেছেন যে তার নেতৃত্বে তারাকান্দা থানা এলাকায় তারাকান্দা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন টিউকান্দা চৌরাস্থা সংলগ্ন জালাল এন্ড সন্স এর পাইকারী মুদি দোকানের ভেতর গ্রেফতারকৃতরা অবৈধভাবে আমদানিকৃত কোবরা সাপের বিষ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এই খবরের ভিত্তিতে রাত ২ টার সময় র্যাবের কর্মকর্তাগন ঘটনাস্থলে পৌছালে কারবারিরা পালিয়ে যাবার চেষ্ঠা করে।এসময়ই তাদের কে গ্রেফতার করে ময়মনসিংহের র্যাব-১৪ এর টিমটি।
থানায় দায়েরকৃত এজাহার হতে জানা গেছে,উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীদের দেহ তল্লাশি করে আঠা দিয়ে ঢাকনা আটকানো অবস্থায় একটি স্বচ্ছ কাঁচের বাটি উদ্ধার করেন ব্যাবের সদস্যরা।উক্ত বাটির ভিতরে মিছরির দানা সদৃশ কথিত সাপের বিষের অস্থিত্ব পাওয়া যায়।বাটিসহ যার মোট ওজন ১ কেজি ৫শত ৯২ গ্রাম।যার ঢাকনার উপরের অংশে carefully handling এবং ইংরেজীতে Snake poison of france লেখা রয়েছে।
এছাড়াও বাটিটিতে লাগানো স্টিকারে এবং বাটির নিচের অংশে cobra লেখাসহ ইংরেজীতে আরো কিছু লেখা রয়েছে।বাটিটিতে রক্ষিত কোবরা সাপের বিষের আনুমানিক মূল্য আনুমানিক ৮ কোটি ১৪ লক্ষ টাকা বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় গ্রেফতারকৃত বিষের কারবারিদের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫শত ২৪ টাকাও জব্দ করা হয়।গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ তারা এ ধরনের কথিত সাপের বিষ আমদানী করে কেনা বেচার কাজ করে আসছে।
এই বিষয়ে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান,গ্রেফতারকৃত বিষের কারবারিদের সোমবার যথারীতি মামলা রজুর পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com