নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে সালমান নামে ৬ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার সাধুগ্রামে এ ঘটনা ঘটে। সালমান নড়াইল সদর উপজেলার সাধুখালী গ্রামের সেলিম মোল্লার সন্তান।
স্বজনরা জানান, সালমান তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পাড় থেকে পড়ে তলিয়ে যায়। স্বজনরা জানতে পেরে পুকুরে গিয়ে খোঁজাখুজির এক পর্যায়ে তাকে উদ্ধার করতে সক্ষম হলেও ততক্ষনে সে নিথর হয়ে গেছে। এ অবস্থায় শিশু সালমনকে নিয়ে স্বজনরা হাসপাতালে ছুটে গেলে পরিক্ষা নিরিক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া মেনে এসেছে। কোন সান্তনাতেই থামছেনা তাদের বিলাপ। প্রিয় সন্তানের এভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছেনা তারা।
নড়াইল সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন, শিশু সালমান এর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com