নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় (পিপিএম বার) এর নির্দেশনায়, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ মামুনুর রহমান, এএসআই (নিঃ) আরিফুজ্জামান , নারী কং/৫১৮ কাকলী খাতুন সহ সংগীয় ফোর্সের সহায়তায় আজ (২৬ মে) তারিখ বেলা ১১.২৫ ঘটিকার সময় লোহাগড়া থানধীন লাহুড়িয়া পঁচাশিপাড়া (মোল্ল্যাপাড়া) আনিছ মোল্ল্যার বসতবাড়ীর বসত ঘরের মধ্যে হইতে ০৩ কেজি গাঁজাসহ আসামী লিপি বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রে জানা যায়, লিপি বেগম লোহাগড়ার, লাহুড়িয়ার পঁচাশিপাড়া গ্রামের আনিছ মোল্ল্যার স্ত্রী।
পুলিশ জানায় গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com