মাদারীপুরের কালকিনিতে খাদিজা আক্তার (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুন) সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকার চর ঝাউতলা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত খাদিজা উপজেলার কৃষ্ণনগর গ্রামের সৌদি আরব প্রবাসী নূর মোহাম্মদ এর স্ত্রী। নিহতের ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,গতকাল রাতে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে খাদিজা আত্মহত্যা করেন। পরে আজ সকালে নিহত খাদিজার মা জাহেদা বেগম তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত খাদিজা তার ৪ বছরের ছেলে মুহিনকে নিয়ে একাই ঐ বাড়িতে থাকতো।
কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ নারীর লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com