মানবতার ডাকে সারা দিয়ে এক জাগ তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নামক সংগঠনটি।
এটা একটি সেচ্ছাসেবী সংগঠন। আসুন রক্ত দেই জীবন চাই! আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ, জরুরী মূহুর্তে রক্তের প্রয়োজনে আমরা আছি আপনার পাসে এই স্লোগানকে সামনে রেখে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনটি পরিচালিত হচ্ছে।আজ সেইফ ব্লাড ডোনেট সোসাইটি বি.এম কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃসোহানুর রহমান মানবতার ডাকে সাড়া দিয়ে রোগীর মুখে হাসি ফোটাতে নিজের মূল্য বান রক্ত AB+ ডোনেট করলেন।
এবং শুধু নিজেই ডোনেট করেন না!এর পাশাপাশি সকলকে রক্তদানে উৎসাহ দিয়ে থাকেন এবং রোগীদের রক্ত প্রয়োজন হলে তাদের রক্ত ম্যানেজ করেও দিয়ে থাকেন।
তার এই মহানুভবতার জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি কেন্দ্রীয় পরিচালকগন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com