নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।
নড়াইলে আজ (০৭) জুলাই পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন ঈদুল আযহা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), নড়াইল।
এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে এলাকায় কোন প্রকার কাইজ্জা, মারামারি, চুরি ও চাঁদাবাজির মত ঘটনা যেন না ঘটে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণে এলাকায় পুলিশের তৎপরতা, টহল এবং চেকপোস্ট বৃদ্ধি, গরুর হাট তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে হবে। এ সময় তিনি অপরাধ নিয়ন্ত্রণে তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; জনাব প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং বিআরটিএ’র কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com