শেরপুরের নকলা পৌর সদরের নালিতাবাড়ীর সড়কে ধুকুরিয়া নামক স্থানে ভটভটি উল্টে দুই সহোদর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার সন্ধ্যায় ৬টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন. তারাকান্দা উপজেলার তিয়রকান্দি গ্রামের আব্দুল হেকিমের পুত্র শামছুল হক (৪০) ও তার সহোদর ভাই হারেছ মিয়া (৪৮)। আহত প্রতিবেশী আ. রাজ্জাকের পুত্র বাবলু মিয়া (৪০)
ঘটনার বিবরণে জানা যায়, গরু নিয়ে তারাকান্দা থেকে নকলায় হাটে গিয়ে ছিলেন তিন ব্যবসায়ী। গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে তাঁরা গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাকান্দা উপজেলার বাগুন্দা নামক স্থানে হরেছ মিয়া মারা যায়। শামছুল হক ও বাবলু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুল হককে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত বাবলু মিয়ার অবস্থা আশংকাজনক।
নিহতের চাচা সাবেক ইউপি সদস্য আবুল কাশেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com