মোঃইকবাল হোসেন নাফি
বিশেষ প্রতিনিধি,মানবকল্যাণঃ
ধরিত্রী শব্দটি এসেছে ধরনী বা ধরা থেকে,যার অর্থ হলো পৃথিবী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সর্বসমেত ধার্য করা একটি দিবসই হলো ধরিত্রী দিবস।
ধরিত্রী দিবস একটি বার্ষিক অনুষ্ঠান, যা ২২ এপ্রিল পরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে পালিত হয়। সর্বপ্রথম ১৯৭০ খ্রিষ্টাব্দে দিবসটি পালিত হয়, এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয় এবং ১৯৩ টিরও অধিক দেশে প্রতি বছর পালন করা হয়ে থাকে।
সেইভ ফিউচার বাংলাদেশের সদস্যরা বলেন, “এবছরের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য ‘আমাদের গ্রহে বিনিয়োগ করুন।’ এই বিনিয়োগ দূষণমুক্ত পৃথিবী ও সবুজ পৃথিবী গড়ার পক্ষে হোক। এই বিনিয়োগ জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধে হোক। এই বিনিয়োগ হোক পরিবেশবান্ধব প্রযুক্তিতে। এই বিনিয়োগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য হোক। এই বিনিয়োগ হোক জলবায়ু পরিবর্তন মোকাবিলায়। এই বিনিয়োগ হোক জলবায়ু উদ্বাস্তুদের সহযোগিতার জন্য। এই বিনিয়োগ হোক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য। এই বিনিয়োগ হোক পানির সংকট মোকাবিলায়। এই বিনিয়োগ হোক অভিযোজন খাতে। এই বিনিয়োগ হোক লাখ লাখ গাছ লাগানোর জন্য। এই বিনিয়োগ হোক বিশ্ব নেতাদের পরবর্তী প্রজন্মের জন্য। সর্বোপরি বিনিয়োগ হোক গ্রহের ভালোর জন্য গ্রহের ক্ষতিকারক উপাদানে বিনিয়োগ না হোক এটা কামনা আজকের দিনে।”
সংগঠনটি ধরিত্রী দিবস ২০২২ উপলক্ষে ‘আমাদের গ্রহের জন্য গাছ’ স্লোগান নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি এবং ‘ধরিত্রী বাঁচাও’ দাবিতে জলবায়ু ধর্মঘট করেছে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে ৮০ টি গাছ রোপন করে।
ধরিত্রী দিবসে, আসুন দূষণমুক্ত এবং সবুজ গ্রহ গড়ার প্রতিজ্ঞা করি। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আসুন গ্রহ রক্ষায় অবদান রাখি। আসুন গ্রহ রক্ষায় নিজে সোচ্চার হই; অন্যকে সচেতন করি। আসুন গ্রহ রক্ষায় বিনিয়োগ করি।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com