ময়মনসিংহের তারাকান্দায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্যকারী অহন চন্দ্র দাস অপুকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।
তারাকান্দা থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে তাকে কিশোরগন্জ থেকে গ্রেফতার করা হয়েছে
জানা যায়,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহম্মদ (সা:)কে ধর্ষক বলে অশালীন মন্তব্য করেছিলেন অহন চন্দ্র দাস অপু।
অপুর বাড়ি তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের মাসকান্দা গ্রামের শাখমলা পাড়ায় অবস্থিত।
এই নিয়ে গত কয়েক দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশট ভাইরাল হলে তার এমন উগ্র আচরণে ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সকল শ্রেনী পেশার মানুষ।
তারাকান্দা উপজেলা ব্যাপক ধর্মীয় সহিংসতা ও দাঙ্গা-হাঙ্গামা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিলে
তারাকান্দা উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল ২৪ ঘণ্টার মধ্যে অপুকে গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারই পরিপ্রেক্ষিতে অফিসার ইনচার্জের ও থানার অন্যান্য অফিসারদের নিরলস প্রচেষ্টায় অবশেষে অপুকে ১৬ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকঃ মেহেদী হাসান
প্রকাশকঃ জি.এম এনামুল
প্রধান কার্যালয় - ৯৯,কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার,ঢাকা ১২১৫
মোবাইলঃ 01718863323
ই-মেইলঃ info@manobkollan.com